নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি এবং ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলটি বনপাড়া পৌর গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বনপাড়া পৌর গেটে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত এবং বর্তমান সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ ৫ দফা দাবি মেনে নেওয়া প্রয়োজন।”
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটার ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন, “দেশে যে একনায়কতন্ত্র কায়েম হয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জাতি মুক্তি পাবে। আমরা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে চাই। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই জাতীয় সংসদ গঠিত হতে হবে।”
একুশে সংবাদ/এ.জে