বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়মী লীগ দেশকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করে। লুটপাট আর সন্ত্রাস সরকারের কেমিস্ট্রিতে পুরোপুরি ঢুকে গেছে। নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যা করার সব করছে সরকার।
রোববার (৬ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সব দলকে নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করতে চাই। এজন্য শিগগিরই একটা রেজাল্ট পাব। এখন মানুষের মধ্যে আকাঙ্ক্ষা হচ্ছে পরিবর্তনের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ওনাদের কথায় বোঝা যায়, তারা জেলে যাওয়ার কথা চিন্তা করছেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এই সংকটে বিএনপি একা নয়। তাদের সঙ্গে সবাই আছেন। ডিসেম্বরের আগেই ঢাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় সরকার।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের বাস্তবতা বাংলাদেশে নেই।
একুশে সংবাদ.কম/চট/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :