AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে মান্দায় প্রস্তুতিমূলক সভা



মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে মান্দায় প্রস্তুতিমূলক সভা

নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি আসন্ন দুটি জাতীয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিজয় দিবস জাতির গৌরবের প্রতীক এবং শহিদ বুদ্ধিজীবী দিবস বেদনাবিধুর স্মৃতির দিন। তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে আরও শক্তিশালী করতে এ দুটি দিবস সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে পালন করা জরুরি।

উপজেলা প্রশাসন জানায়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—

শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বিজয় মেলা, চারু–কারু ও স্থানীয় শিল্পপণ্যের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা ।

সভায় ইউএনও আখতার জাহান সাথী বলেন, “বিজয় দিবস শুধু উৎসব নয়, এটি আমাদের অস্তিত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। সরকারি-বেসরকারি সবার সমন্বয়ে মান্দায় দিবসগুলো সর্বোচ্চ মর্যাদায় উদযাপন করা হবে।”

সভা শেষে বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!