“যুগসন্ধির মঞ্চে আসুক নব সারথি” এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) তিন দিনব্যাপী নবীন বরণ নাট্যোৎসব ‘জাগরণী ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় যুক্ত করা এবং সচেতনতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই এবারের আয়োজন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানায়, জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগবদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা। সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো জাগরণী।
বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব, বলে তারা আশা ব্যক্ত করে।
উৎসবটি ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো মঞ্চায়িত হবে। প্রথম দিনে মঞ্চস্থ হবে কমলা রঙের বোধ—রচনা ও নির্দেশনা অলোক বসু, পরিবেশনায় থিয়েটার ফ্যাক্টরি।
দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে হায়েনার খাঁচায় বদ্ধ জীবন, রচনা ও নির্দেশনা শাঁওলি, পরিবেশনায় জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি)।
আর শেষ দিনে মঞ্চে উঠবে কিনু কাহারের থেটার, রচনা মনোজ মিত্র, নির্দেশনা কাজী তৌফিকুল ইসলাম ইমন, পরিবেশনায় প্রাচ্যনাট।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

