AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৪ পিএম, ২৫ নভেম্বর, ২০২৫

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের দ্বারপ্রান্তে এসে থেমে গেল ব্রাজিলের যাত্রা। সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ৬–৫ ব্যবধানে পর্তুগালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সেলেসাওরা।

সোমবার (২৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও পর্তুগাল। পাঁচবারের শিরোপাজয়ী হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি লক্ষ্যভেদী প্রচেষ্টা চালালেও কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ তৈরি হয়, কিন্তু দুই দলের রক্ষণভাগ ভাঙা যায়নি। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টিতে প্রথম পাঁচটি শটেই দুই দল ছিল নিষ্ঠুর নিখুঁত। পরে খেলা গড়ায় ‘সাডেন ডেথ’-এ। সেখানেই ব্যবধান তৈরি হয়। পর্তুগালের হয়ে হোসে নেতো সফলভাবে বল জালে জড়ান। এরপর ব্রাজিলিয়ান আঞ্জেলো শট নিতে এসে ব্যর্থ হন। তার শট গোলবার এড়িয়ে যেতেই পর্তুগাল শিবিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ফলে ফাইনালে জায়গা করে নেয় পর্তুগাল। সেখানে তারা মোকাবিলা করবে অস্ট্রিয়ার।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!