চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ শুক্রবার (১৭ অক্টোবর)। শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনঃনিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন করতে হবে ওয়েবসাইটে: https://rescrutiny.eduboardresults.gov.bd
ম্যানুয়াল বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, এবং দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, রকেট, উপায়, সোনালী সেবা ও টেলিটক সিমের মাধ্যমে।
আবেদনের ধাপসমূহ
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
এরপর বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
মোবাইল নম্বর প্রদান করতে হবে—ফল প্রকাশের পর এই নম্বরেই এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষণের ফল জানানো হবে।
পরবর্তী স্ক্রিনে বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এবং পছন্দসই বিষয় নির্বাচন করে আবেদন সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। যেখানে গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। এই হিসাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
অন্যদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। যেখানে গত বছর এইচএসসিতে ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। এছাড়া চলতি বছর ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। যেখানে গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি।
একুশে সংবাদ/এ.জে