বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা প্রদান করবে জাতিসংঘ।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এ তথ্য জানান।
এর আগে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সেখানে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
গোয়েন লুইস বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ এ নির্বাচনে ইসিকে কারিগরি সহায়তা দেবে।” তিনি আশা প্রকাশ করেন, দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন তিনি। বলেন, “রোহিঙ্গা সংকট এখনো বড় একটি মানবিক চ্যালেঞ্জ। এর টেকসই সমাধান জরুরি।”
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে গোয়েন লুইসের মেয়াদ শেষের পথে, এবং তিনি শিগগিরই নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর বিদায় উপলক্ষে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন এখন জনগণের প্রধান দাবি।”
তিনি আরও জানান, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং মানবিক সহায়তা নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। জাতিসংঘ এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে।
আমীর খসরু বলেন, “গোয়েন লুইস বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের পক্ষে সাহসী ভূমিকা পালন করেছেন। জাতিসংঘ সনদের মূল চেতনার প্রতিফলন ঘটেছে তাঁর কর্মকাণ্ডে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

