গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লখাইরচর গ্রাম এখন এক ভক্তিময় আবহে মুখরিত। শান্ত-নিবিড় সবুজে ঘেরা এই গ্রামে সার্বজনীন শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত মন্দির চত্বরজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে ‘হরে কৃষ্ণ, হরে রাম’ ধ্বনি। ধর্মীয় সুর, ঘণ্টাধ্বনি ও ভক্তদের নামসংকীর্তনে গোটা গ্রাম যেন হয়ে উঠেছে এক শান্তির আশ্রয়।
অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল, ঢাকার চেয়ারম্যান সুদেব কুমার সাহা।
অতিথিরা বলেন, “এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও নৈতিকতার বন্ধনকে দৃঢ় করে। ভক্তি ও সেবার মাধ্যমে মানুষ আরও মানবিক হয়ে ওঠে।”
আয়োজক সজল সাহা কাজল জানান, ২৪ প্রহরব্যাপী এই মহানাম যজ্ঞে সারাক্ষণ চলবে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ। দূরদূরান্ত থেকে আগত ভক্ত ও পূজারিরা একে অপরের সঙ্গে মিলে অংশ নিচ্ছেন এই মহাযজ্ঞে।
গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ। শিশুরা মন্দিরের চারপাশে খেলছে, নারীরা প্রসাদ রান্নায় ব্যস্ত, প্রবীণরা নামজপে মগ্ন। ধূপ-ধুনোর গন্ধে ও ঘণ্টাধ্বনিতে ভরে উঠেছে চারদিক। যেন মুকসুদপুরের লখাইরচরে নেমে এসেছে এক টুকরো শান্তির স্বর্গ।
একুশে সংবাদ/এ.জে