AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৮ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে  ঐকমত্য কমিশনের বৈঠক শুরু

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ বৈঠক শুরু হয়। কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর পর এটিই প্রথম বৈঠক।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি, জামায়াতসহ ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নিয়েছেন।

এর আগে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক ও আলোচনার পরও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে গত ১১ সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে পুনরায় আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেয় কমিশন। ইতোমধ্যে দলগুলোকে সনদের খসড়া হস্তান্তর করা হয়েছে।

বিশেষজ্ঞদের দেওয়া চারটি বিকল্প প্রস্তাব নিয়েই এখন মূলত আলোচনা হচ্ছে। এগুলো হলো—গণভোটের মাধ্যমে বাস্তবায়ন, অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ জারি, পরবর্তী সংসদে বিশেষ সাংবিধানিক আদেশ ।

তবে কমিশন স্পষ্ট করেছে যে বাস্তবায়নের পদ্ধতি সরাসরি সনদের অংশ হবে না, বরং সরকারকে সুপারিশ আকারে উপস্থাপন করা হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কমিশন কারও ওপর কিছু চাপিয়ে দেবে না। আলোচ্য প্রস্তাবগুলোর মধ্যে বাস্তবসম্মত বিকল্পের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ছয়টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার) প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে দুই দফা আলোচনায় ইতোমধ্যে ৮৪টি বিষয়ে সমঝোতা হয়েছে। এর ভিত্তিতেই তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজন করতে হলে ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। হাতে থাকা আড়াই মাসে জুলাই সনদের বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!