রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে লাগা আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু এবং বহু আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বাস্থ্য উপদেষ্টা আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট এবং অন্যান্য হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে, যা পাশের গার্মেন্টসেও ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ ইতোমধ্যেই স্বজনরা শনাক্ত করেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বাকি লাশের ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ // র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

