AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে খাবারেরর সন্ধানে এসে বন বিড়াল আটক



শ্রীমঙ্গলে খাবারেরর সন্ধানে এসে বন বিড়াল আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে এসে একটি বন বিড়াল আটকা পড়ে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মশিউর রহমান রিপন নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবারের সন্ধানে লোকালয়ে কবুতর ধরতে এসে বন বিড়ালটি আটকা পড়ে। স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দিলে, তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে বন বিড়ালটিকে উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বন বিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করি।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রাকৃতিক জঙ্গল ও জলাভূমিগুলো ধ্বংস হওয়ায় বন বিড়াল নিশ্চিতভাবে কমে যাচ্ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) বন বিড়ালকে ‘ন্যূনতম বিপদগ্রস্ত’ (Least Concern) প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে।

বন বিড়ালের প্রধান খাবার হলো ঘাসফড়িং জাতীয় বড় পোকা ও ইঁদুর, যেগুলো ক্ষেত-খামারে ফসলের ক্ষতি করে। তাই বন বিড়াল গৃহপালিত মুরগি বা কবুতর খেলে যে ক্ষতি করে, তার তুলনায় প্রকৃতিতে অনেক উপকার সাধন করে। সাধারণত নিশাচর এই প্রাণীটি রাতের আঁধারে গাছের ওপর উঠে ছোট পাখি, পাখির ডিম বা ছানা শিকার করে খায়। প্রজনন মৌসুমে গাছের কোটরে দুই থেকে চারটি ছানা প্রসব করে।

বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, উদ্ধারকৃত বন বিড়ালকে স্বাস্থ্য পরীক্ষা শেষে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!