AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস



পদ্মায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উপজেলা মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা ইলিশ ধরার জন্য নদীতে ফেলে রাখা ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে আনা হয় এবং জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণলাল দাস, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এই সময় মা ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!