বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রেসক্লাব অডিটরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের গৌরীপুর উপজেলা শাখার আমীর মাওলানা বদরুজ্জামান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ময়মনসিংহ জেলা শাখার আমীর মুহতারাম আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হক আকন্দ ও জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।
এছাড়া প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, পুম্বাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলী খান, চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ ভৌমিক, ব্যবসায়ী আবুল কালামসহ বিভিন্ন স্তরের সুধীজন সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামি মূল্যবোধের আলোকে কাজ করার আহ্বান জানান। এছাড়া তারা সিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচন পদ্ধতির সুবিধাসমূহ তুলে ধরেন। বক্তারা বলেন—এই পদ্ধতিতে প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হয়, স্বৈরতন্ত্র রোধ হয়, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। দলভিত্তিক নির্বাচন হলে দলীয় ইশতেহার ও কার্যক্রম নির্বাচনে প্রভাব ফেলে, নির্বাচনী ব্যয় দল বহন করে, দ্বন্দ্ব ও সংঘাত কমে, এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়। এছাড়া দল অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বাছাই করতে পারে এবং স্থানীয় সরকারে সংসদ সদস্যদের হস্তক্ষেপ কমে। ফলে স্থানীয় সরকার স্থানীয়ভাবে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করতে সক্ষম হয় এবং শক্তিশালী হয়।
একুশে সংবাদ/এ.জে