যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার আমড়াখালী বিজিবি চেকপোস্টে এক বাসচালককে মারধরের অভিযোগে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় বিজিবির এক সদস্য বাসচালক অপুকে মারধর করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বেনাপোল থেকে শ্রমিকরা ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
মারধরের শিকার বাসচালক অপু বলেন, “আমি কোনো অপরাধ করিনি। বিনা কারণে বিজিবির এক জওয়ান আমাকে মেরেছে। আমি এর বিচার চাই।”
বিজিবির সুবেদার মাহবুব বলেন, “চালককে মারধর করা দুঃখজনক ঘটনা। বিষয়টি থানায় বসে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে।”
এ ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
একুশে সংবাদ/এ.জে