গোপালগঞ্জের মুকসুদপুর মিনি স্টেডিয়ামে রবিবার (৫ অক্টোবর) এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণদের ফুটবলের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাব ও একাডেমী এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ খান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, ক্লাব ও একাডেমীর কর্ণধর মোহাম্মদ সাইফুল ইসলাম পানু এবং কোচ মোহাম্মদ রুবেল।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খল, অধ্যবসায় ও দলগত মনোভাব গঠনে সহায়তা করে। ফুটবল একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার মাধ্যমে মুকসুদপুরে প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথ সুগম হবে।”
স্থানীয় তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত এই সভাটি ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা রূপ ধারণ করে, যা মুকসুদপুরের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে উপস্থিত সবাই মত প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে