AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবিতে রামগঞ্জে মানববন্ধন



মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবিতে রামগঞ্জে মানববন্ধন

নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার দাবিতে শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রামগঞ্জ থানার সামনে মানববন্ধন করেছে সচেতন রামগঞ্জবাসী।

মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকরা। পরে সন্ধ্যায় নেতৃবৃন্দ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর নিকট স্মারকলিপি জমা দেন।

এ সময় বক্তব্য রাখেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক, বিসিবির কাউন্সিলর এনামুল আহসান রুবেল, বাঁধন ফাউন্ডেশনের সভাপতি ও এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান, যুবদল নেতা জামিল চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবীর সাদ্দাম, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন, বিশিষ্ট স্বেচ্ছাসেবক ফরহাদ হোসেন, মাহমুদুন নবী, ৩নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রায়হান পাটোয়ারী, ৩নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আবদুর রহমান সৌরভ, ছাত্র প্রতিনিধি রাফি মোল্লা, রেদোয়ান সালেহীন নাইম ও ইসমাইল রাফি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চাই। আমরা সাধারণ জনগণ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে একটি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!