প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ঘোষণামতে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “পৃথিবীর কোনো শক্তিই এই নির্বাচন ঠেকাতে পারবে না। সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”
রোববার (৭ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব।
তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

