AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে আইনি নোটিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৪ পিএম, ৫ অক্টোবর, ২০২৫

বিদেশে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরণ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে—পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এ ধরনের নির্দেশনা সংবিধানের পরিপন্থী এবং রাষ্ট্রীয় প্রোটোকলের সঙ্গে সাংঘর্ষিক, যা রাষ্ট্রপতির পদমর্যাদার অবমাননা বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) অনুসারে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। তাই তার ছবি অপসারণের যেকোনো নির্দেশ অসাংবিধানিক ও অনভিপ্রেত।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে দাবি করেন, অবিলম্বে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ছবি রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের নির্দেশ দেওয়ারও অনুরোধ জানানো হয়।

তিনি আরও জানান, আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!