আজ (৭ সেপ্টেম্বর) রাতে আকাশে দেখা মিলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ থেকেও এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে এবং তা চলবে আগামীকাল ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ। পূর্ণগ্রাস পর্যায়ে চাঁদের রং গাঢ় লালচে হয়ে উঠবে, যা ‘রক্ত চাঁদ’ বা ব্লাড মুন নামে পরিচিত।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় এলে এবং পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে দিলে এ ধরনের গ্রহণ ঘটে।
চন্দ্রগ্রহণটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকার বড় অংশ থেকে এ দৃশ্য দেখা যাবে না।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে