অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে অপচেষ্টা চালানো হচ্ছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “দুর্গাপূজায় পাশের দেশে প্রধান উপদেষ্টার প্রতিকৃতি তৈরি করা এবং দেশে অসুরের মুখে দাড়ি ব্যবহার—দুটি ঘটনা একে অন্যের সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে দেশবিরোধী শক্তি ও বহিরাগত স্বার্থগোষ্ঠী বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে।”
সম্প্রতি খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় সহিংসতার জেরে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়, যা শনিবার (৪ অক্টোবর) প্রত্যাহার করা হয়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মেডিক্যাল পরীক্ষায় তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, আগেও এই সহিংসতার ঘটনায় ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।
গত শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য সত্য নয় এবং এর কোনো ভিত্তি নেই।”
একুশে সংবাদ/এ.জে