বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সদ্য বিদায়ী স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ পার্থ প্রতীম ধরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রধান বক্তা হিসেবে তিনি শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদিন, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রাথমিক শিক্ষকদের মধ্যে গুণী শিক্ষক হিসেবে দক্ষিণ করলডেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন এবং পূর্ব কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল সিতারা তাহেরকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
একুশে সংবাদ/এ.জে