নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক (২৮) দল থেকে বহিষ্কার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর রবিবার দুপুরে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত পত্রে এনামুল হককে বহিষ্কারাদেশ প্রদান করেন এবং একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থাকা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বড়াইগ্রাম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত ৫ অক্টোবর অনুমোদন করেন।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ঝোপের মধ্যে সঙ্গীয়দের সঙ্গে বসে ছাত্রদল নেতা এনামুল হক গাঁজা সেবন করছেন।
এ বিষয়ে বহিষ্কৃত নেতা এনামুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
একুশে সংবাদ/এ.জে