কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে মানবপাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে পরিচালিত এই যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশে পাঠানোর উদ্দেশ্যে নারী, শিশু ও পুরুষদের একটি দলকে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।
এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ ও ৮ শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই মানবপাচারকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় তারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হন।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ভুক্তভোগী ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। মানবপাচারসহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে