AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্লোটিলা সদস্যদের আটক নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৭ এএম, ৩ অক্টোবর, ২০২৫

ফ্লোটিলা সদস্যদের আটক নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা

গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী কর্তৃক আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সরকার একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অমানবিক উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীর থেকে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে এবং গাজায় চলমান গণহত্যা ও অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

বাংলাদেশ উল্লেখ করে, মানবিক সহায়তাবাহী এই বহরটি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর বৈশ্বিক সংহতির প্রতীক। তাই ইসরায়েলের উচিত হবে গাজার সাধারণ মানুষের কাছে সহায়তা পৌঁছাতে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। দখলদারিত্বের কারণে তারা এখনো জীবনের নিরাপত্তা, মর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

বাংলাদেশ সরকার ও জনগণ এই ভয়াবহ সময়েও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!