AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিগগিরই আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি : সালাহউদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৯ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

শিগগিরই আসনভিত্তিক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি : সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই কার্যক্রম চলছে। খুব দ্রুতই প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, বিএনপি একটি বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, অনেক ক্ষেত্রে ১০–১২ জন পর্যন্ত আগ্রহী। নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই করে খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল প্রকাশের পর।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় কোনো বিষয় সামনে এনে নতুন সংকট সৃষ্টি করা ঠিক হবে না। নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।

গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর জোর দিয়ে বিএনপির এই নেতা বলেন, ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে গণতন্ত্রের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিচার দাবি বিএনপি বহুদিন ধরেই করছে। তবে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি, এটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ গণহত্যার পরও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। সরকারের উচিত তাদের বিরুদ্ধে আইসিটি আদালতে মামলা করা।

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারকে মানুষ আরও পাঁচ বছর চায়—এমন বক্তব্য না আনলেই ভালো হতো।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!