AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদ বাস্তবায়নে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১৬ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ কার্যকর করতে কোনো আইনি জটিলতা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনে যারা বড় অপরাধে জড়িত নন, তারা দেশের স্বার্থে দায়িত্ব পালন করবেন। তবে কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে সে বিষয়ে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে।

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছিল।

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে সচেতন রয়েছে। আসন্ন নির্বাচন সামনে রেখে তারা একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশের জনগণ কখনোই ফ্যাসিবাদ মেনে নেয় না। যখনই মানুষ নিজেদের নিরাপত্তাহীন মনে করে, তখনই রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের আন্দোলনে তারা সোচ্চার হয় এবং প্রয়োজনে প্রাণ দিতেও দ্বিধা করে না।

দিনের পরের ভাগে ঝিনাইদহে পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের অংশগ্রহণে ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!