AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৪ এএম, ৩ অক্টোবর, ২০২৫

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা শোকবার্তায় বলেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রণী সাক্ষী ও সংগ্রামী কণ্ঠ। পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ কবি, গবেষক ও প্রাবন্ধিক, যিনি রবীন্দ্রতত্ত্ব নিয়ে গভীর অনুরাগ ও চর্চার মাধ্যমে দুই বাংলায় সমান মর্যাদা পেয়েছেন।

তিনি আরও বলেন, শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মধ্য দিয়ে আহমদ রফিক বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রচর্চায় তাঁর অবদানকে স্বীকৃতি দিয়ে কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করেছে।

ড. ইউনূস জানান, দেশের মুক্তচিন্তা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। শারীরিক অসুস্থতা ও দৃষ্টিশক্তি হ্রাস পেয়েও শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলো বিলিয়ে গেছেন তিনি।

মরহুমের আত্মার শান্তি কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। জাতি কৃতজ্ঞচিত্তে তাঁকে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী এবং সাহিত্য–সংস্কৃতিমনা জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভাষাসৈনিক আহমদ রফিক।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!