AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুভ মহালয়া আজ: দেবীপক্ষের সূচনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৫ এএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

শুভ মহালয়া আজ: দেবীপক্ষের সূচনা

আজ রোববার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়া। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে পিতৃপক্ষ, শুরু হয়েছে দেবীপক্ষ। এর মধ্য দিয়েই শুরু হলো দুর্গাপূজার ক্ষণগণনা।

ভোরে চণ্ডীপাঠ ও ঘট স্থাপনের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার শান্তি কামনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। বিশ্বাস করা হয়, দেবী দুর্গা অশুভ শক্তি বিনাশের প্রতীক। পুরাণ মতে, মহালয়ার দিনেই মহিষাসুর বধের দায়িত্ব নেন তিনি।

পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে আসছেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, এতে পৃথিবীতে সুখ-শান্তি বিরাজ করবে।

আগামী ছয় দিন ধরে চলবে দেবী আগমনের প্রস্তুতি। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, আর ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের পূজা।

এবার সারাদেশে ৩৩ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গার আরাধনা হবে। ইতোমধ্যে মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একুশে সংবাদ//র.ন

Link copied!