AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩১ পিএম, ২২ আগস্ট, ২০২৫

মেঘনা নদী থেকে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, কলাগাছিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় একজন বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজের জিডিতে পাঠানো ছবির সঙ্গে মিলিয়ে দেখা হলে তা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে চূড়ান্তভাবে শনাক্ত করবেন।

ডিসি মাসুদ আলম বলেন, “আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটি বিভুরঞ্জন সরকারের মরদেহ। পরিবার শনাক্ত করার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছিলেন বিভুরঞ্জন সরকার। তবে তিনি আর কর্মস্থলে পৌঁছাননি। ওইদিন রাত ১০টার দিকে রমনা থানায় তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবার জানায়, বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিলেন।

১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে দৈনিক আজাদ-এ মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় পথচলা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষে তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র ও সাপ্তাহিক মৃদুভাষণ-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি ‘তারিখ ইব্রাহিম’ নামে ছদ্মনামে রাজনৈতিক নিবন্ধ লিখে ব্যাপক জনপ্রিয়তা পান।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!