AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরও পাঁচ দেশে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের খোঁজ পেল দুদক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৬ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আরও পাঁচ দেশে সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের খোঁজ পেল দুদক

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদ ও অর্থপাচারের নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হওয়া ২৩ বস্তা নথি পর্যালোচনায় ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার সম্পদের তথ্য মিলেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুদকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুদক জানায়, প্রাথমিক পর্যালোচনায় ইতোমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাইফুজ্জামানের ৫৮২টি সম্পদের তথ্য পাওয়া গিয়েছিল। সর্বশেষ পাওয়া নথিতে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ মিলেছে। এতে দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ খরচসহ নানা আর্থিক তথ্য ও ডকুমেন্টস রয়েছে। পাশাপাশি বিদেশে অর্থপাচারের প্রমাণও মিলেছে বলে জানায় সংস্থাটি।

দুদক বলছে, বিপুল এই নথিপত্র খতিয়ে দেখতে সময় লাগবে। যাচাই শেষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কমিশনের কাছে উপস্থাপন করা হবে।

এদিকে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন অনুমোদন করেছে চট্টগ্রামের একটি আদালত। দুদকের আবেদনের ভিত্তিতে আদালত এ সিদ্ধান্ত দিয়েছে।

একুশে সংবাদ//র.ন

Link copied!