AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নবীনবরণে ছাত্রশিবির সেক্রেটারি

গৎবাঁধা সাব্জেক্টে পড়ে নয়, নিজেকে গড়ে তুলতে হবে নতুন বিশ্বের উপযোগী করে


Ekushey Sangbad
আব্দুল্লাহ মুহসিন, পবিপ্রবি প্রতিনিধি
০৯:৪২ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

গৎবাঁধা সাব্জেক্টে পড়ে নয়, নিজেকে গড়ে তুলতে হবে নতুন বিশ্বের উপযোগী করে

“গৎবাঁধা সাব্জেক্টে পড়ে নয়, বরং নিজেকে গড়ে তুলতে হবে নতুন বিশ্বের উপযোগী করে”— নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পবিপ্রবির উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি জান্নাতিন নাঈম জীবন নবীনদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন এবং নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহারসামগ্রী তুলে দেন। পাশাপাশি কলতান শিল্পীগোষ্ঠী ইসলামি সংগীত পরিবেশন করে। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন নাইম, ফারিয়া তাহসিন, তৌসিফ মুসতাকিম ও হাসিফা নাজনীন হেনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. হারুনুর রশিদ রাফি, ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ, কৃষি অনুষদের অধ্যাপক ও গ্রীন ফোরামের সভাপতি ড. মো. মামুন উর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মো. আব্দুল লতিফ।

ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া নবীনদের উদ্দেশে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা হতে হবে ইতিবাচক উদ্যমে। কেবল পড়াশোনার ভেতরে সীমাবদ্ধ না থেকে সংগঠন, নেতৃত্বগুণ ও অতিরিক্ত কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের বিকশিত করতে হবে।”

অধ্যাপক ড. মামুন উর রশিদ বলেন, “শিক্ষার্থীদের শুধু দুনিয়াবি ক্যারিয়ারের পেছনে না ছুটে অনন্ত জীবনের প্রস্তুতিও নিতে হবে। পড়াশোনার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণসাধন। আর সমাজ পরিবর্তনের জন্য সৎমানুষের বিকল্প নেই।”

ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সঠিক লক্ষ্য স্থির করা জরুরি। শুধু ভালো ফল নয়, সততা, মানবিকতা ও সৃজনশীলতা দিয়েই প্রকৃত মানুষ হওয়া সম্ভব।”

প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ স্থপতি। তোমরা যদি জ্ঞান, আদর্শ ও নৈতিকতার আলোয় নিজেদের গড়ে তোলো, তবে একদিন এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। শিক্ষা কখনো কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম হতে পারে না; বরং শিক্ষা হতে হবে আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও মানবকল্যাণের হাতিয়ার। ভবিষ্যতের কর্মজীবনে প্রকৃত সফলতা পেতে হলে যোগ্যতা ও নৈতিকতার সমন্বয় জরুরি।”

ছাত্রশিবিরের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ ও নৈতিক চেতনা জাগ্রত করতে কাজ করছে। তোমরা কেবল নিজের জন্য নয়, বরং দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে অবদান রাখবে এটাই প্রত্যাশা।”

তিনি আরও যোগ করেন, “আজ যারা নবীন হিসেবে ক্যাম্পাসে প্রবেশ করলো, তারাই আগামী দিনে আদর্শ নাগরিক, সৎ পেশাজীবী এবং দেশপ্রেমিক নেতা হয়ে উঠবে। তাই চরিত্র গঠনকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”

সবশেষে নবীন শিক্ষার্থীদের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!