AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরাতের বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৯ এএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আমিরাতের বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

আমিরাতের বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

বাংলাদেশের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে বলা হয়, একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে যে, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশের ওপর আমিরাত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব প্রতিবেদনে উদ্ধৃত হয়েছে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এর নিবন্ধ। তবে এ দাবির কোনও সত্যতা নেই।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, আমিরাত সরকারের পক্ষ থেকে এরকম কোনও বিজ্ঞপ্তি বা নোটিশ দূতাবাসে পাঠানো হয়নি। তার ভাষায়, “এটি ভিসা সেন্টারের পক্ষ থেকে একটি বিদ্বেষমূলক প্রচেষ্টা হতে পারে।”

রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা নেওয়া হবে।

প্রেস উইং বলছে, একটি বেসরকারি ওয়েবসাইটের তথ্য যাচাই না করেই প্রতিবেদন প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে—আমিরাত বাংলাদেশের ওপর কোনও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেনি।

একুশে সংবাদ//র.ন

Link copied!