অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা অটুট রাখা জরুরি। ঐক্যে ফাটল ধরলে ‘ফ্যাসিস্ট শক্তি’ সুযোগ নিতে পারে।
রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব রাজনৈতিক দলের কার্যক্রম নেই, তারা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করবে। তাই সবার সম্মিলিতভাবে ঐক্য ধরে রাখা প্রয়োজন।
তিনি আরও জানান, সরকার একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে এবং পুলিশ কোনোভাবেই নিষ্ক্রিয় নয়।
একুশে সংবাদ/ ই.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

