পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন (পিআর) সিস্টেমে ভোট হবে নাকি বিদ্যমান পদ্ধতিতে—এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। তিনি বলেন, সরকারের এ বিষয়ে বেশি কথা বলা উচিত নয়।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘দ্য ডেইলি স্টার’-এর একটি সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর নির্বাচনী জরিপ ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, “জরিপের পরিসংখ্যান দেখাচ্ছে জনগণের মধ্যে সরকারের ওপর আস্থা রয়েছে। ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে ইচ্ছুক—এর মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিভ। বাংলাদেশে কারো ক্ষমতা নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। সবাই ভোট দিলে নির্বাচনের ফলও স্বাভাবিকভাবেই ভালো হবে।”
জরিপের মূল তথ্য
দেশের ৫৬ শতাংশ মানুষ এখনও পিআর সিস্টেম সম্পর্কে জানে না
- পিআর পদ্ধতি চাইছেন: ২১.৮ শতাংশ
- পিআর চান না: ২২.২ শতাংশ
- জরিপে অংশগ্রহণকারী: ১০,৪১৩ জন
- ৬৯.৯ শতাংশের মতে, অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম
তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী আয়োজনের সক্ষমতা নিয়ে ইতিবাচক মনোভাব তুলনামূলকভাবে কম দেখা গেছে।
একুশে সংবাদ//র.ন