AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেলে রায়েরবাজারে দাফনকৃত অজ্ঞাত লাশ উত্তোলন শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৪ পিএম, ৪ আগস্ট, ২০২৫

বিকেলে রায়েরবাজারে দাফনকৃত অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই-আগস্টে নিহত অজ্ঞাত ব্যক্তিদের মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হচ্ছে আজ (সোমবার) বিকেল ৩টায়। পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর কারণ অনুসন্ধানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা দুপুরে গণমাধ্যমকে জানান, আদালতের অনুমতি অনুযায়ী এই উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে, যাতে ভবিষ্যতে পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যায়।

তিনি আরও জানান, এই কাজে অংশ নিচ্ছে সিআইডির ফরেনসিক বিভাগ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে, ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কবরস্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, এখানে অন্তত ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে, যাদের অনেকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। অনেক পরিবারের অনিচ্ছার কারণে এতদিন মরদেহ উত্তোলন সম্ভব হয়নি। তবে বর্তমানে স্বজনদের সম্মতি পাওয়ায় উত্তোলন প্রক্রিয়া শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, “যদি কেউ মরদেহ নিজ এলাকায় নিতে চান, সে ব্যবস্থাও আমরা রাখছি।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!