বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে।
বৈঠক শেষে সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে যুক্তরাজ্য কাজ করতে ইচ্ছুক। তিনি আরও জানান, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতামূলক কার্যক্রমে সহায়তাও দেওয়া হবে।
এর আগে রোববার ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন প্রস্তুতি নিচ্ছে। এ প্রক্রিয়ায় তারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।
একুশে সংবাদ/এ.জে