AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪২ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক হবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ চিন্তা করা হলে তা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিবের ভাষ্যে, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন— ফেব্রুয়ারির প্রথম ভাগেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচনের আয়োজন।

শফিকুল আলম আরও জানান, বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার এ বিষয়ে অগ্রগতির চিত্র উপস্থাপন করেন।

বৈঠকগুলো শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা ও উদ্বেগ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!