AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৬ পিএম, ২৭ মে, ২০২৫

সীমান্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৭ মে) সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সীমান্তে যেসব পুশইন ঘটছে, তারা মূলত বাংলাদেশি নাগরিকই। ভারতকে বলা হয়েছে, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের আনুষ্ঠানিক চ্যানেলে ফেরত পাঠানোর জন্য। কিন্তু তারা তা না করে পুশইন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকও হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, “সীমান্তে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।”

এ সময় তিনি কারাগার ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন। বলেন, “কারাগারকে ‘কারেকশন সেন্টার’ হিসেবে গড়ে তোলা হবে, যাতে বন্দিরা কাজের মাধ্যমে আয় করতে পারে। এতে তারা যেমন আত্মনির্ভর হতে পারবে, তেমনি পরিবারও উপকৃত হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন ঈদ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অতীতের চেয়ে ভালো। তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, এদিন অনুষ্ঠিত হয় ১৪তম ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে নতুনভাবে ১৮ জন ডেপুটি জেলার ও ৫০৮ জন কারারক্ষী যোগদান করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিজিবি এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!