AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোন দেশের ওপর কত শুল্ক চাপালেন ট্রাম্প ,পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৪ এএম, ১ আগস্ট, ২০২৫

কোন দেশের ওপর কত শুল্ক চাপালেন ট্রাম্প ,পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাহী আদেশ অনুযায়ী, বিশ্বের অন্তত ৭০টি বাণিজ্যিক অংশীদার দেশের রপ্তানি পণ্যের ওপর ভিন্ন ভিন্ন হারে পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছে। শুল্ক হার ১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘পারস্পরিক শুল্ক হার আরও সংশোধন’ শীর্ষক এক বিবৃতিতে, মার্কিন যুক্তরাষ্ট্র তার অন্তত ৭০টি বাণিজ্যিক অংশীদার এবং তাদের নিজ নিজ ‘সমন্বিত’ শুল্ক হার তালিকাভুক্ত করেছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পণ্যগুলোর ওপর শুল্ক হারের একটি নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে নতুন এ নির্বাহী আদেশ অনুসারে কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকা অনুসারে দেখে নেওয়া যাক কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে। 

নিম্নে দেশেগুলোর ওপর আরোপিত নতুন শুল্ক হার তুলে ধরা হলো:

দেশ/অঞ্চলআরোপিত শুল্ক হার (%)
বাংলাদেশ২০%
আফগানিস্তান১৫%
আলজেরিয়া ৩০%
অ্যাঙ্গোলা১৫%
বলিভিয়া১৫%
বসনিয়া ও হার্জেগোভিনা৩০%
বতসোয়ানা১৫%
ব্রাজিল১০%
ব্রুনেই২০%
কম্বোডিয়া১৯%
ক্যামেরুন১৫%
চাদ১৫%
কোস্টারিকা১৫%
কোট দিভোয়ার (আইভরি কোস্ট)১৫%
কঙ্গো গণপ্রজাতন্ত্রী১৫%
ইকুয়েডর১৫%
ইকুয়েটোরিয়াল গিনি ১৫%
ভারত২৫%
ইন্দোনেশিয়া১৯%
ইরাক৩৫%
ইসরাইল১৫%
জাপান১৫%
জর্ডান১৫%
কাজাখস্তান২৫%
লাওস৪০%
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ১০%
ফিজি১৫%
ঘানা১৫%
গায়ানা১৫%
আইসল্যান্ড১৫%
লেসোথো১৫%
লিবিয়া৩০%
লিচটেনস্টেইন১৫%
মাদাগাস্কার১৫%
মালাউই১৫%
মালয়েশিয়া১৯%
মরিশাস১৫%
মলদোভা২৫%
মোজাম্বিক১৫%
মিয়ানমার৪০%
নামিবিয়া১৫%
নাউরু১৫%
নিউজিল্যান্ড১৫%
নিকারাগুয়া১৮%
নাইজেরিয়া১৫%
নর্থ মেসেডোনিয়া১৫%
নরওয়ে১৫%
পাকিস্তান১৯%
পাপুয়া নিউগিনি১৫%
ফিলিপিন্স১৯%
সার্বিয়া৩৫ঁ%
দক্ষিণ আফ্রিকা৩০%
দক্ষিণ কোরিয়া১৫%
শ্রীলঙ্কা২০%
সুইজারল্যান্ড৩৯%
সিরিয়া৪১%
তাইওয়ান২০%
থাইল্যান্ড১৯%
ত্রিনিদাদ ও টোবাগো১৫%
তিউনিসিয়া২৫%
তুরস্ক১৫%
উগান্ডা১৫%
যুক্তরাজ্য১০%
ভানুয়াতু১৫%
ভেনেজুয়েলা১৫%
ভিয়েতনাম২০%
জাম্বিয়া১৫%
জিম্বাবুয়ে ১৫%


এই শুল্ক ব্যবস্থা মূলত "পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে" নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের বিবৃতিতে। অর্থাৎ, যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক বা বাধা দেয়, তাদের ক্ষেত্রেই পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!