AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হবে না, প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছি” — বাণিজ্য উপদেষ্টা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:২৪ এএম, ১ আগস্ট, ২০২৫

“যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হবে না, প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছি” — বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, “এই শুল্কহার সত্ত্বেও আমরা প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে পারব, রপ্তানিতে বড় ধরনের বিঘ্ন ঘটবে না।”

শুক্রবার (১ আগস্টবাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, “এই শুল্কহার সত্ত্বেও আমরা প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে পারব, রপ্তানিতে বড় ধরনের বিঘ্ন ঘটবে না।”) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যা উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে।

শফিকুল আলম জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার বাণিজ্য আলোচনার পর হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশের পণ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর করা হয়েছে। এর আগে এই হার প্রথমে ৩৭ শতাংশ ও পরে কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

বাণিজ্য উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে শফিকুল বলেন, “আমরা আশা করেছিলাম এই হার আরও কম হবে, তবে বর্তমান প্রেক্ষাপটে ২০ শতাংশ হারটি আমাদের জন্য তুলনামূলকভাবে সহনীয়। অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রতিযোগিতামূলক অবস্থান এখনো বজায় রয়েছে।”

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, আর কম্বোডিয়া ও পাকিস্তানের ওপর ১৯ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Link copied!