AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেসব বিষয়ে ঐক্যমত হয়নি, তা নিয়েই চলছে আলোচনা: ড. আলী রীয়াজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪২ পিএম, ৩ জুলাই, ২০২৫

যেসব বিষয়ে ঐক্যমত হয়নি, তা নিয়েই চলছে আলোচনা: ড. আলী রীয়াজ

গত ৫৩ বছরে এমন আলোচনা কখনো হয়নি উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, যেসব বিষয়ে প্রাথমিক আলোচনায় ঐক্যমত হয়নি, সেগুলোর ওপর নতুন করে সংলাপ চলছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের নবম দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

ড. রীয়াজ বলেন, “আমরা প্রতিদিন স্মরণ করি, কতটা সংগ্রামের মাধ্যমে এখানে পৌঁছেছি। রাজনৈতিক দলগুলোর উচিত এসব স্মরণ রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এসেছে, তা অবহেলা করা যাবে না। ৫৩ বছরে এমন জাতীয় সংলাপের ক্ষেত্র তৈরি হয়নি। কমিশনের মৌলিক সংস্কারের ২০টি প্রস্তাবনার মধ্যে আজ তিনটি বিষয়ে আলোচনা হবে।”

এই তিনটি বিষয় হলো—রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির প্রক্রিয়া। এখন পর্যন্ত যেসব বিষয়ে একমত হওয়া যায়নি, সেগুলো নিয়েও পরবর্তীতে আলোচনার সুযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে ২ জুলাইয়ের বৈঠকে ড. রীয়াজ জানিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি জানান, নির্বাচন কমিশনের চলমান কাজ ও সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণে জোর দেওয়া হয়েছে। সংলাপ ইতিবাচকভাবে এগোচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকলে জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ ঘোষণা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক রীয়াজ।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!