যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য “একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়” হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি একটি ঐতিহাসিক মাইলফলক। আমি বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানাই—তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চুক্তি অর্জন করেছে।”
প্রধান উপদেষ্টা বলেন, “প্রাথমিক ঘোষণায় ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের কথা থাকলেও, শেষ পর্যন্ত তা ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হওয়া আমাদের কৌশলগত দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিচায়ক। এতে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ যেমন রক্ষা পেয়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে প্রবেশের নতুন সুযোগও তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ আলোচনায় আমাদের টিম নিরলসভাবে কাজ করেছে। তারা কেবল শুল্ক নয়, অশুল্ক প্রতিবন্ধকতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট জটিল বিষয়ও কৌশলে মোকাবিলা করেছে। এর ফলেই আমরা এই চুক্তি অর্জন করতে পেরেছি।”
অধ্যাপক ইউনূস মনে করেন, “এই অর্জন শুধু বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও মজবুত করবে না, বরং টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথও সুগম করবে। এটি প্রমাণ করে, বাংলাদেশের অর্থনীতি আরও বৃহৎ পরিসরে বিশ্বে প্রতিযোগিতা করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে