রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তানোর উপজেলার পৌরসভা, কলমা ও কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
তিনি তালন্দ বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করে আজিজপুর মোড়, দরগাডাঙ্গা বাজার, মাদারিপুর বাজার, পারিশো দুর্গাপুর বাজার হয়ে চাপড়া বাজার পর্যন্ত গণসংযোগ চালান এবং সেখানে চা-চক্রে অংশ নেন।
তার সফরসঙ্গী তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জানান, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টির মধ্যেও গণসংযোগ চালিয়ে যান তারা। বৃষ্টির মধ্যেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো।
জনতার উদ্দেশ্যে অ্যাডভোকেট তারেক বলেন, “গত বছর এই সময়ে কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতনের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারপ্রধান ভারত পালিয়ে যেতে বাধ্য হয়। কেউই স্বৈরাচারী শাসন কায়েম করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি।”
তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও বীর যোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বলেন, “আমি এমপি মনোনয়নপ্রত্যাশী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে সামনের কাতারে ছিলাম। সরকার পতনের পর তানোর-গোদাগাড়ী এলাকার প্রতিটি মানুষের কাছে রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি দেন। বলেন,
“দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাহলেও তার পক্ষেই মাঠে অগ্রণী ভূমিকা রাখব। নিজেদের মধ্যে বিভেদ নয়, এক কাতারে থেকে এই আসন পুনরুদ্ধার করতে হবে। তানোর-গোদাগাড়ী বিএনপির ঘাঁটি, সেটা আবারও প্রমাণ করতে হবে। কোনো ধরনের দখলবাজি, সহিংসতা নয়—ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যেই সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে—এটাই জনগণের প্রত্যাশা। অন্যথায় দেশে অস্থিতিশীলতা, সহিংসতা ও নৈরাজ্যের আশঙ্কা রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন:গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস শাওয়াল,তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম,তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা,উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুররহমান ও মাহাফিজুর রহমান মাহফুজ,তানোর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গাফফার,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান রানা এবং ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমানসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে