AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনসিপি প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারার কারণ জানিয়েছে ইসি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:০০ পিএম, ১৯ জুলাই, ২০২৫

এনসিপি প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হতে না পারার কারণ জানিয়েছে ইসি

নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ইসি জানিয়েছে, ২৫টি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার-সদস্য (কমপক্ষে ২০০ জন) সংযুক্ত করতে ব্যর্থ হয়েছে দলটি। এছাড়া দলটির দাখিল করা নথিপত্রেও রয়েছে একাধিক ত্রুটি ও ঘাটতি।

শনিবার (১৯ জুলাই) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পাঠানো অফিসিয়াল চিঠিতে এসব তথ্য জানিয়েছে ইসি।

চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক কাঠামো, সদস্য তালিকা, আর্থিক বিবরণী ও গঠনতন্ত্র সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাটতি রয়েছে এনসিপির আবেদনে।

ইসির চিঠিতে উল্লেখ করা আরও কিছু ত্রুটি:

জেলা কার্যালয়ের তালিকা অসম্পূর্ণ। ঢাকা ও সিলেট জেলা কার্যালয়ের ভাড়া চুক্তিপত্রে দলের নাম নেই।

উপজেলা ও থানার কার্যালয়ের তালিকাও অসম্পূর্ণ। যেমন কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভাড়া চুক্তিতে দলের নাম নেই, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাগজেও দলের নাম ও ঠিকানা অনুপস্থিত।

তহবিলের পরিমাণ স্পষ্ট করা হয়নি। তহবিলের উৎস উল্লেখ থাকলেও মোট অর্থের পরিমাণ নেই।

কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তপত্রের শেষ পাতায় স্বাক্ষর নেই।

গঠনতন্ত্রে প্রার্থী মনোনয়নের স্পষ্ট বিধান নেই। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত মনোনয়নের নির্দিষ্ট পদ্ধতির উল্লেখ নেই।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, দলটির পক্ষ থেকে এমন কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয়নি যাতে উল্লেখ থাকবে— দলের কর্মকাণ্ড সংবিধানবিরোধী নয় এবং ১৯৭২ সালের কোলাবোরেটর অর্ডার বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্ত কেউ এর সদস্য নন।

এসব ত্রুটির কারণে প্রাথমিক যাচাইয়ে এনসিপির নিবন্ধন আবেদন গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।
তবে ইসি চিঠিতে জানিয়েছে, আগামী ৩ আগস্টের মধ্যে ঘাটতি পূরণ করে পূর্ণাঙ্গ নথিপত্র জমা দিতে হবে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!