বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
এর আগে মার্কিন প্রশাসন বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছিল। তবে আলোচনার পর তা ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউসের পক্ষ থেকে অন্যান্য দেশগুলোর জন্যও আলাদা শুল্কহার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, ভারতের ২৫ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ক্ষেত্রে ২০ শতাংশ এবং মিয়ানমারের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
চলতি বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ৯ এপ্রিল ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করে আলোচনার সুযোগ দেয় যুক্তরাষ্ট্র।
এ সময়ের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২৯ জুলাই শুরু হওয়া তৃতীয় দফার আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ে তিন দিনব্যাপী এই বৈঠকে উভয় পক্ষ পাল্টা শুল্ক নিয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন করে।
আলোচনা শেষে জানানো হয়, নতুন ব্যবস্থায় বাংলাদেশকে আগের গড় শুল্ক ১৫ শতাংশের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক পরিশোধ করে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে। অর্থাৎ বাংলাদেশি পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়াবে ৩৫ শতাংশ।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে