রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য আচরণবিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে নির্বাচনকে সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করতে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বাধিক আলোচিত সিদ্ধান্ত হচ্ছে—প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রাকসুর ওয়েবসাইটে প্রকাশিত আচরণবিধিতে মনোনয়নপত্র সংগ্রহ, প্রত্যাহার, প্রচারণা, শোভাযাত্রা, প্রচারের সময়সীমা, শাস্তিমূলক ব্যবস্থা এবং ক্যাম্পাসে প্রবেশসংক্রান্ত বিধি-নিষেধ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
আচরণবিধি অনুযায়ী, প্রার্থী নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে এই সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিয়ে প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের সময় প্রার্থীর স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক।
প্রচারণা চালানো যাবে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। প্রচারণায় শুধুমাত্র সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার আকার সর্বোচ্চ ৬০x৪৫ সেন্টিমিটার।
বিশ্ববিদ্যালয়ের ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা লেখালেখি নিষিদ্ধ। একাডেমিক ভবনের ভেতরে মিছিল বা প্রচারণা চালানো যাবে না। সভা বা সমাবেশ করতে হলে প্রক্টরের পূর্বানুমতি নিতে হবে।
প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার নিষিদ্ধ। আবাসিক হলের ভেতরেও কোনো শোভাযাত্রা করা যাবে না। এছাড়া, মনোনয়নপত্র জমা, প্রত্যাহার বা প্রচারণার সময় যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ব্যান্ডপার্টি, ঘোড়ার গাড়ি কিংবা হাতি—কোনো ধরনের শোভাযাত্রা ব্যবহার করা যাবে না।
ভোটের দিন ভোটার পরিবহনের জন্য যানবাহন ব্যবহার করা যাবে না। তবে প্রার্থী ও ভোটাররা ব্যক্তিগতভাবে সাইকেল বা রিকশা ব্যবহার করতে পারবেন। এদিন শুধুমাত্র ভোটার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে।
সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তার দেওয়া পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি লাগবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই আচরণবিধি নির্বাচনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সবার কাছে গ্রহণযোগ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে