ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (৯ জুলাই) রাত ৮টায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
প্রেস উইং জানিয়েছে, সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি ও সিদ্ধান্ত এ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।
প্রত্যাশা করা হচ্ছে, নির্বাচন ঘিরে সরকারের পরিকল্পনা, রাজনৈতিক সংলাপের অগ্রগতি, সম্ভাব্য সময়সূচি বা প্রক্রিয়াগত দিক নিয়ে কিছু দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে