প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রসহ আরও পাঁচটি দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের লক্ষ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি জানান, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, নতুন করে যেসব দেশে কার্যক্রম শুরু হবে সেগুলো হলো— যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমান। এর আগে গত সোমবার (৮ জুলাই) এসব দেশে ভোটার কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে ইসি।
বর্তমানে বিশ্বের নয়টি দেশে এই কার্যক্রম চালু আছে— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এ তালিকায় ১৫ জুলাই থেকে জাপানও যুক্ত হতে যাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র সেবা আরও বিস্তৃত করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, বায়রা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ৪০টি গুরুত্বপূর্ণ দেশের তালিকা করেছে।
এই তালিকার অবশিষ্ট ৩১টি দেশের মধ্যে রয়েছে— বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনেই, মৌরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক, সাইপ্রাসসহ আরও কয়েকটি দেশ।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে এসব দেশেও প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক অনুমোদন প্রাপ্তির জন্য কাজ চলছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে