আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হবে এবং সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচনের ঘিরে নানা বিতর্ক থাকলেও আসন্ন নির্বাচন হবে অনেক বেশি গ্রহণযোগ্য ও সুশৃঙ্খল।”
সরকারের বিভিন্ন সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ নানা খাতে অগ্রগতি হয়েছে। ডিজিটাল ব্যবস্থাও অনেকটা এগিয়েছে।”
হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্পর্কেও আইন উপদেষ্টা জানান, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতসহ প্রায় ১৬ হাজার মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে, যার ফলে বহু রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ মুক্তি পেয়েছেন দীর্ঘদিনের ভোগান্তি থেকে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম ভবিষ্যতের সরকারও ধরে রাখবে।”
একুশে সংবাদ/স.ট/এ.জে