AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী এনজিও গুলোকে সামাজিক ব্যবসায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১১ পিএম, ৬ জুলাই, ২০২৫

ইসলামী এনজিও গুলোকে সামাজিক ব্যবসায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

মুসলিম বিশ্বের উন্নয়নে ভূমিকা রাখতে ইসলামী বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) সামাজিক ব্যবসার মডেল গ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (৬  রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এনজিও নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নারীর ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছি। দরিদ্র মানুষের প্রধান সমস্যাগুলোর একটি স্বাস্থ্যসেবা। তাই স্বাস্থ্যসেবাকে আমরা দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে বিবেচনা করছি।”
তিনি আরও বলেন, “এই লক্ষ্যে সামাজিক ব্যবসা একটি কার্যকর পদ্ধতি। আমি বিশ্বব্যাপী তরুণদের উদ্যোক্তা হতে এবং সামাজিক ব্যবসায় যুক্ত হতে উৎসাহিত করছি।”

May be an image of 10 people and wedding

বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসা বিষয়ক প্রচারণা তাদেরকে নিজ নিজ দেশে এমন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।

আলোচনায় বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তুরস্কের ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)-এর মহাসচিব ইউপ আকবাল, অ্যাসেম্বলি অব তুর্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশনস (এটিএএ)-এর প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ওয়াদাহ সংগঠনের প্রতিনিধি ও ইউএনআইডব্লিউ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমত ফাউন্ডেশনের সভাপতি ও ইউএনআইডব্লিউ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবদুস শাকুর, এবং ইন্দোনেশিয়া থেকে ইউএনআইডব্লিউ’র নিরীক্ষা বোর্ড সদস্য ড. সালামুন বাশরি।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর সভাপতি অধ্যাপক মাহবুব আহমেদ, সাওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনআইডব্লিউ কাউন্সিল সদস্য ড. আলী আফজাল এবং বিআইআইটি’র মহাপরিচালক ও আন্তর্জাতিক ইসলামী চিন্তা ইনস্টিটিউটের (আইআইআইটি) বাংলাদেশ প্রতিনিধি ড. এম. আবদুল আজিজ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!